তারিখ: ১৬–১৭ জানুয়ারি ২০২৬
স্থান: বাংলা একাডেমি, ঢাকা
বাংলা সাহিত্যের দীর্ঘ শিকড় ও ঐতিহ্যের ধারক মুসলিম সাহিত্য সমাজ এবং অগ্রগামী সাহিত্যচর্চার অন্যতম নিদর্শন শিখা পত্রিকার শতবর্ষ উদ্যাপন উপলক্ষে একটি দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হচ্ছে। সাহিত্য, সমাজ, শিক্ষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে এই আয়োজনটি দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও চিন্তাশীল ব্যক্তিত্বদের এক অনন্য মিলনমেলা হবে।
এ উপলক্ষে গবেষণা প্রবন্ধ উপস্থাপনার জন্য সারসংক্ষেপ (Abstract) আহ্বান করা হচ্ছে। সারসংক্ষেপ জমা দেওয়ার সময়সীমা এখন শেষ পর্যায়ে—তাই গবেষকদের যত দ্রুত সম্ভব নিজেদের Abstract পাঠানোর অনুরোধ করা হচ্ছে।
এই আন্তর্জাতিক কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হলো—

বহুস্বর বৈচিত্র্যময় সংস্কৃতির বিকাশে নিবেদিত পোর্টাল। দেশ-বিদেশের সকল সংস্কৃতির সহাবস্থানসহ সাংস্কৃতিক সংহতিতে বহুস্বর প্রতিজ্ঞাবদ্ধ।
277/5 Shaheed Janani Jahanara Imam Smarani (Katabon Dhal), New Market, Dhaka–1205.
Bohuswar © 2025. All Rights Reserved.