Last updated: নভেম্বর ২৯, ২০২৫ at ০২:২৪ অপরাহ্ণ

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নিবন্ধিত যাত্রাদলগুলোর অংশগ্রহণে আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এসব প্রদর্শনী।
আয়োজকদের মতে, টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা, এবং টিকিট বিক্রি হতে প্রাপ্ত পুরো অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে প্রদান করা হবে।
এ ছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন অঞ্চলের শিল্পীরা পরিবেশন করবেন দেশপ্রেমমূলক গান ও সংগীত।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, দর্শকদের উপস্থিতি দেশের যাত্রাশিল্পীদের উৎসাহিত করবে এবং ঐতিহ্যবাহী এই শিল্পরূপকে নতুন করে প্রাণ ফিরিয়ে দেবে।

বহুস্বর বৈচিত্র্যময় সংস্কৃতির বিকাশে নিবেদিত পোর্টাল। দেশ-বিদেশের সকল সংস্কৃতির সহাবস্থানসহ সাংস্কৃতিক সংহতিতে বহুস্বর প্রতিজ্ঞাবদ্ধ।
277/5 Shaheed Janani Jahanara Imam Smarani (Katabon Dhal), New Market, Dhaka–1205.
Bohuswar © 2025. All Rights Reserved.