২৮ নভেম্বর ২০২৫, ব্রহ্মকুমারীদের ২০২৫–২৬ সালের বার্ষিক থিম “বিশ্ব ঐক্য ও বিশ্বাসের জন্য ধ্যান” উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আবারও স্মরণ করালেন প্রাচীন ভারতীয় নৈতিক ধারণা “বসুধৈব কুটুম্বকম”— অর্থাৎ “পৃথিবী একটি পরিবার”। তাঁর মতে, দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক বাস্তবতায় এই দর্শন আজ আরও জরুরি।
দ্রৌপদী মুর্মু বলেন, মানুষ বিজ্ঞানে, প্রযুক্তিতে, কৃত্রিম বুদ্ধিমত্তায়, ডিজিটাল উন্নয়ন কিংবা মহাকাশ গবেষণায় অনেক এগোলেও— মানসিক শান্তি, সামাজিক সম্প্রীতি ও পরস্পরের প্রতি বিশ্বাসের ঘাটতি ক্রমশ বেড়েই চলেছে। তাই বাহ্যিক উন্নয়নের সঙ্গে মানবিক মূল্যবোধ ও আত্মিক শান্তিকেও সমান গুরুত্ব দিতে হবে।
আজকের বিশ্ব রাজনৈতিক উত্তেজনা, সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য ও পরিবেশগত বিপর্যয়সহ নানা চাপে আক্রান্ত। প্রযুক্তিগত অগ্রগতি থাকলেও মানুষের জীবনে—
—এসব বাড়ছে।
দ্রৌপদী মুর্মুর মতে, এই সময়ে মানুষের “নিজের ভেতরের দিকে তাকানো” অত্যন্ত জরুরি— অর্থাৎ আত্মপর্যালোচনা, মানসিক প্রশান্তি ও মানবিক মূল্যবোধের ফিরে আসা। “পৃথিবী এক পরিবার”— এই দৃষ্টিভঙ্গি অবলম্বন করলে বিভেদ, বৈষম্য ও অবিশ্বাস দূর করা সম্ভব।
“বসুধৈব কুটুম্বকম” প্রাচীন সংস্কৃত ধারণা— যেখানে বলা হয়, পৃথিবীর সব মানুষ, প্রাণী ও জীবজগৎ একই পরিবারের সদস্য।
এই দর্শন—
বিশ্বায়নের চাপ, জলবায়ু সংকট, যুদ্ধ-বিগ্রহ ও আন্তর্জাতিক অস্থিরতার সময়ে এই ধারণার গুরুত্ব আরও বেড়ে গেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মানুষকে উন্নতি দিয়েছে ঠিকই, কিন্তু এগুলো দিয়ে মানসিক শান্তি, সামাজিক বন্ধন বা আত্মিক প্রশান্তি পাওয়া যায় না।
ধ্যান, আত্ম-অনুধাবন, মানবিকতা, পারস্পরিক বিশ্বাস, সামাজিক সম্প্রীতি—এসবকে উন্নয়নের পাশাপাশি গুরুত্ব দিতে হবে।
ভারতের দার্শনিক ঐতিহ্যে যে “এক পরিবার” ভাবনা ছিল, আজকের সংকটপূর্ণ সময়েও তা সমানভাবে কার্যকর হতে পারে।
বিশ্ব যখন নানা সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তখন ভবিষ্যৎকে কেবল প্রযুক্তি বা অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর দাঁড় করালে চলবে না। মানুষের মানসিক শান্তি, সামাজিক বন্ধন, বিশ্বাস ও মানবিক মূল্যবোধই একটি টেকসই সমাজের মূল ভিত্তি।
দ্রৌপদী মুর্মুর আহ্বান তাই অতীতের কোনো স্মৃতি নয়— ভবিষ্যতের মানবিক পথনির্দেশ। উন্নয়নের সঙ্গে যদি মানবিকতা ও আত্মিক শান্তির ভিত্তি মজবুত করা যায়, তবে “পৃথিবী এক পরিবার”— শুধু দর্শন নয়, বাস্তব রূপও পেতে পারে।

বহুস্বর বৈচিত্র্যময় সংস্কৃতির বিকাশে নিবেদিত পোর্টাল। দেশ-বিদেশের সকল সংস্কৃতির সহাবস্থানসহ সাংস্কৃতিক সংহতিতে বহুস্বর প্রতিজ্ঞাবদ্ধ।
277/5 Shaheed Janani Jahanara Imam Smarani (Katabon Dhal), New Market, Dhaka–1205.
Bohuswar © 2025. All Rights Reserved.